উপজেলা নির্বাহী অফিসারের বার্তা
তথ্য প্রযুক্তির বিকাশে পৃথিবী আজ এক 'গ্লোবাল ভিলেজ '। ঘরে বসেই মানুষ তাদের প্রয়োজনীয় তথ্য জেনে নিচ্ছে । মুহূর্তের মধ্যে পৃথিবীর যেকোন প্রান্তে বসবাসকারী প্রিয়জনের সান্নিধ্য অনুভব করছে । তথ্যপ্রযুক্তির উন্নয়নে বাংলাদেশও পিছিয়ে নেই । সকলে 'ডিজিটাল বাংলাদেশ' গড়ার লক্ষ্যে কাজ করছেন ।
পদ্মা সেতু নির্মিত হলে গোপালগঞ্জ সদর উপজেলার সঙ্গে ঢাকার দূরত্ব হ্রাস পাবে । সেক্ষেত্রে ক্ষুদ্র ও কুটির শিল্প , মাঝারি ধরণের শিল্প ও গার্মেন্টস খাতে এ উপজেলায় প্রচুর বিনিয়োগের সম্ভাবনা রয়েছে । এ সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে নিঃসন্দেহে প্রয়োজন উন্নত তথ্য-যোগাযোগ ব্যবস্থা । সে লক্ষ্যে তথ্যপ্রযুক্তির মাধ্যমে সমগ্র দেশ ও বিশ্বের সাথে গোপালগঞ্জ সদর উপজেলাকে সংযুক্ত করতে উপজেলা প্রশাসন , গোপালগঞ্জ সদর এ ওয়েব সাইটটি নির্মাণ করেছে । আশা করা যায় , এ ওয়েব সাইটের মাধ্যমে জনগণের সঙ্গে উপজেলা প্রশাসনের সম্পর্ক আরো নিবিড় হবে এবং জনগণ দ্রুততম সময়ে তাদের তথ্য সংগ্রহ করতে পারবেন ।পাশাপাশি উপজেলায় ও প্রবাসে বসবাসকারী ব্যক্তিবর্গ এ ওয়েবসাইটের মাধ্যমে অন্য সকল সরকারি ও বে-সরকারি প্রতিষ্ঠানের সেবা সম্পর্কে অবহিত হতে পারবেন । এমন কি উপজেলার উন্নয়নে যেকোন বিষয় সম্পর্কে তাদের মতামত ও সম্পর্কে অভিযোগ দাখিল করতে পারবেন ।
এ ওয়েব সাইট উপজেলা প্রশাসন ও জনসাধারণের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করুক সে প্রত্যাশা করছি । ওয়েবসাইট সম্পর্কে কারো কোন মতামত বা পরামর্শ থাকলে তা সাদরে গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার,
গোপালগঞ্জ সদর,গোপালগঞ্জ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস