গোপালগঞ্জ সদর উপজেলা শিল্প সংস্কৃতির ক্ষেত্রে একটি গৌরবদীপ্ত ইতিহাসের অধিকারী। মহান মুক্তিযুদ্ধে গোপালগঞ্জের’’ বিক্ষুব্ধ শিল্পীসমাজ’’ উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। জনাব অনিলবিশ্বাস, বরুন সরকার, ইবনে সাঈদ, শিবশংকর অধিকারী, প্রফুল্ল বিশ্বাস, বীরেন সাহা প্রমুখ মুক্তিযুদ্ধকালে সংগীতের মাধ্যমে মুক্তির বার্তা পৌঁছে দিতে সচেষ্ট ছিলেন। বর্তমানে গোপালগঞ্জ শিল্পকলা একাডেমী শিল্পসংস্কৃতির প্রসারে অত্র অঞ্চলে বিশেষ ভুমিকা রেখে চলেছে। এখানকার উল্লেখযোগ্য শিল্পীগোষ্ঠি হচ্ছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, ত্রিবেনী গণ সাংস্কৃতিক সংস্থা, মধুমতি পল্লী বাউল শিল্পীগোষ্ঠী, উদীচী শিল্পীগোষ্টী, জয়বাংলা সাংস্কৃতিক জোট, সুরসন্ধান শিল্পীগোষ্ঠী, চন্দ্রিমা শিল্পীগোষ্টী ইত্যাদি। বর্তমানে জাতীয় দিবসগুলোসহ স্থানীয় বিভিন্ন উৎসবে গোপালগঞ্জের শিল্পীবৃন্দ অংশগ্রহণ করে থাকেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস