স্থানীয় ধর্মপ্রাণ জনগনের সহযোগীতায় স্থাপিত
গোপালগঞ্জ জেলা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী সুপ্রসিদ্ধ জেলা শহর ও শহরতলীর নারীদের মধ্যে ধর্ম-কর্ম সমন্বীত বাস্তবমূখী গোপালগঞ্জ ছালেহিয়া কামিল মাদরাসার সাবেক সুযোগ্য অধ্যক্ষ জনাব মুহাম্মাদ আব্দুল হামীদ দীর্ঘদিন যাবৎ অক্লান্ত পরিশ্রম করে এ মাদ্রাসাখানা গড়ে তোলেন। প্রথমে ইহা ১৯৯৬ সালে দাখিল স্তরে স্বীকৃতিপ্রাপ্ত এবং ১৯৯৯ সালে আলিম স্তরে বাংলাদেশ মাদরাসা বোর্ড কর্তৃক স্বীকৃতি লাভ করে ২০০৬ সালে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক কম্পিউটার ও ড্রেস মেকিং এ্যান্ড টেইলারিং ২টি ট্রেড স্বীকৃতি লাভ করে এবং ২০০৮ সালে বাংলাদেশ সরকার কর্তৃক নির্বাচিত ৩০টি মডেল মাদরাসার মধ্যে এ মাদরাসাটি অন্যতম। ইতোমধ্যে অত্র মাদরাসাটি ফাযিল স্তরে উন্নীত করতে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া বরাবর আবেদন করায় যথাযথ কর্তৃপক্ষ পরিদর্শন করেছেন। আশাকরা যাচ্ছে উচ্চশিক্ষা বিস্তারের উদ্দেশ্যে ফাজিল শ্রেণী খোলার অনুমতি পাওয়া যাবে।
ক্রমিক নং | শ্রেণী | ছাত্র/ছাত্রী সংখ্যা | মন্তব্য |
০১ | প্রথম শ্রেণী | ৪২ |
|
০২ | দ্বিতীয় শ্রেণী | ৪০ |
|
০৩ | তৃতীয় শ্রেণী | ৪৭ |
|
০৪ | চতুর্থ শ্রেণী | ৩৫ |
|
০৫ | পঞ্চম | ৭৫ |
|
০৬ | ষষ্ঠ | ১২৫ |
|
০৭ | সপ্তম | ৯৫ |
|
০৮ | অষ্টম | ১৬৫ |
|
০৯ | নবম | ১৩০ |
|
১০ | দশম | ৯০ |
|
১১ | নবম ভোকেশনাল | ৬০ |
|
১২ | দশম ভোকেশনাল | ৩৩ |
|
১৩ | আলিম প্রথম বর্ষ | ১০৭ |
|
১৪ | আলিম দ্বিতীয় বর্ষ | ৮০ |
|
সর্বোমোট ছাত্র/ছাত্রী = | ১১২৪জন |
ক্রমিক নং | নাম | পদবী | মন্তব্য |
০১ | জনাব মোঃ মাহমুদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), গোপালগঞ্জ। | সভাপতি |
|
০২ | ’’ মুহাম্মাদ আব্দুল হামীদ | প্রতিষ্ঠাতা সদস্য |
|
০৩ | ’’ মোঃ আকবার আলী | শিক্ষানুরাগী সদস্য |
|
০৪ | ’’ মোঃ কামরুজ্জামান | অভিভাবক সদস্য |
|
০৫ | ’’ মোঃ রফিক আহমদ | অভিভাবক সদস্য |
|
০৬ | ’’ কাজী মোঃ আমিনুল ইসলাম | অভিভাবক সদস্য |
|
০৭ | ’’ মোঃ মোশাররফ হোসেন | অভিভাবক সদস্য |
|
০৮ | ’’ মালেকা পারভীন | সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য |
|
০৯ | ’’ শামীম আরা শেফালী | শিক্ষক প্রতিনিধি সদস্য |
|
এক নজরে অত্র মাদরাসার ০৩ (তিন) বছরের দাখিল বোর্ড পরীক্ষার ফালাফল
ক্রমিক নং | পরীক্ষার সাল | পরীক্ষার্থী | উত্তীর্ণ | পাশের হার | মন্তব্য |
০১ | ২০০৯ | ১১৬ | ১১১ | ৯৫.৬৮% | A+ = 10 |
০২ | ২০১০ | ১৬১ | ১৬০ | ৯৯.৩৭% | A+ = 21 |
০৩ | ২০১১ | ১৫০ | ১৪২ | ৯৪.৬৬% | A+ = 23 |
মোট = | ৪২৭ | ৪১৩ | ২৮৯.৭১% | A+ = 54 |
এক নজরে অত্র মাদরাসার আলিম (এইচ.এস.সি) ০৩ (তিন) বছরের বোর্ড পরীক্ষার ফালাফল
ক্রমিক নং | পরীক্ষার সাল | পরীক্ষার্থী | উত্তীর্ণ | পাশের হার |
০১ | ২০০৯ | ৮৪ | ৭৮ | ৯২.৮৬% |
০২ | ২০১০ | ৪৫ | ৪১ | ৯১.১১% |
০৩ | ২০১১ | ৫৩ | ৩৬ | ৬৭.৯২% |
মোট = | ১৮২ | ১৫৫ | ২৫১.৮৯% |
সর্বশেষ ০২ বছরের বোর্ড বৃত্তি তালিকা
সাল | অষ্টম | দাখিল | আলিম | মোট |
২০০৯ | -------- | ০৬ | ০২ | ১৩ জন |
২০১০ | ০৩ | ------- | ০২ |
গোপালগঞ্জ মহিলা আলিম মডেল মাদরাসা
ফোন- ০২৬৬৮৫৯৭১,
মোবাঃ ০১৭১৪-২০১৩৫৩,
ই-মেইল : nazrulislammd37@yahoo.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস