গোপালগঞ্জ জেলার সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের অর্ন্তগত মাটলা গ্রামে বিদ্যালয়টি অবস্থিত। গোপালগঞ্জ জেলা থেকে বিশ্বরোড হয়ে গোপীনাথপুর উত্তরপাড়া স্টান্ড থেকে প্রায় ৪ কিলোমিটার পশ্চিমে মধুমতি নদীর তীরে এর অবস্থান। অত্র বিদ্যালয় সংলগ্ন ১৩১নং মাঠলা সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। |
১৯৭১ সনের মহান স্বাধীনতা অর্জনের পর মাঠলা গ্রামের মোঃ আকরামুজ্জামান মুন্সী ও মৃত মুন্সী মোফাজ্জেল হোসেনের উদ্যোগে গ্রামের সর্বস্তরের মানুষের সহযোগীতায় অত্র এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দেবার মানসে ১৯৯৬ সালে বিদ্যালয়টি স্থাপন করেন । কে, এম, মজিবর রহমান, আলীমুদ্দিন মুন্সী, মৃত রত্তন আলী, মৃত ওমর আলী মুন্সী, টুলু মুন্সী, শাহাজাহান মুন্সী, বশার শিকদার, আব্দুর রউফ মুন্সী, মোঃ আকরামুজ্জামান মুন্সী, মৃত আব্দুর ওহাব মুন্সী, নবীর হোসেন শেখ, গোলাম নবী মুন্সী, আকবর হোসেন মুন্সী, মৃত রাঙ্গা মিয়া মুন্সী, মৃত গোলাম রসুল মুন্সী, ১.০৩ একর জমি দান করেন। উক্ত গ্রামের বিদোৎসাহী ব্যক্তি বর্গের আর্থিক সহায়তায় কাঁচা ভবনের মাধ্যমে এর যাত্রা শুরু হয়। ০১/০১/১৯৯৮ হইতে পাঠ দানের অনুমতি প্রাপ্ত হয়। মে ২০০০ সনে নিম্নমাধ্যমিক হিসাবে এম,পি,ও লাভ করে এবং মাধ্যমিক বিদ্যালয় হিসাবে অস্থায়ীভাবে প্রথম স্বীকৃতি লাভ করে ০১/০১/২০১০ থেকে ৩১/১২/২০১২&ং পর্যন্ত। বর্তমানে বঙ্গবন্ধু স্মৃতি উচ্চ বিদ্যালয়ে ২৭৫ জন শিক্ষার্থী নিয়ে স্বমহিমায় এগিয়ে চলছে। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস