অত্র প্রতিষ্ঠানের সামনে চারপাশে পাড় বিশিষ্ট একটি বড় পুকুর অবস্থিত। পুকুরের পাড়ে বিভিন্ন জাতের প্রায় ছোট বড় ৮৫টি গাছ রয়েছে। একটা খেলার মাঠ রয়েছে। মসজিদ কমন রম্নম সহ তিনটি পাকা ল্যাট্রিন ও রয়েছে। মাদ্রাসার পূর্বপাশে পাকা দেয়াল ও আছে। মাদ্রাসাটি এক মনোরম পরিবেশে অবস্থিত।
অত্র মাদ্রাসাটি ০১/০১/১৯৭০ সালে মৌলভী মোঃ খলিলুর রহমান সাহেব প্রতিষ্ঠা করেন। ১৯৮০ সালে প্রতিষ্ঠানটি এম,পি, ও ভুক্ত হয় । ১৯৮০ সাল থেকে প্রতিষ্ঠান থেকে প্রতি বছর দাখিল পরীÿায় অংশ গ্রহন করে কৃতকার্য হয়। প্রতিষ্ঠানটি নিয়মিত ম্যানেজিং কমিটি দ্বারা পরিচালিত হয়েছে। উলেস্নখ্য যে বিগম ১৯৭০ সাল থেকে ২০১২ সাল পর্যমত্ম সুনামের সহিত পরিচালিত হয়ে আসছে। |
শ্রেণী | ছাত্র | ছাত্রী | মোট | মমত্মব্য |
১ম | ১০ | ৫ | ১৫ |
|
২য় | ৬ | ৫ | ১১ |
|
৩য় | ৪ | ৯ | ১৩ |
|
৪র্থ | ৪ | ৭ | ১১ |
|
৫ম | ৩৫ | ১৫ | ৫০ |
|
৬ষ্ঠ | ৯ | ৩৫ | ৪৪ |
|
৭ম | ১৪ | ২০ | ৩৪ |
|
৮ম | ২৩ | ৪০ | ৬৩ |
|
৯ম | ২১ | ৪৪ | ৬৫ |
|
১০ম | ১৬ | ১৬ | ৩২ |
|
স্মারক নং-প্রশা/৭৩৬৯/০৪/ নথিনং-গোপাল/০৮ পত্র মোতাবেক নিম্ন লিখিত ব্যক্তিবর্গের সমন্বয়ে ম্যানেজিং কমিটি ২১/১২/২০১১ইং তারিখ হতে ২০/১২/২০১৩ পর্যমত্ম ২ (দুই) বছরের জন্য যথাযথ কর্তৃপÿÿর অনুমোদন লাভ করে ।
কমিটি নিম্ন রুপঃ
১। জনাব হাফেজ আশরাফ আলী সভাপতি
২। জনাব এস,এম শওকত জাহান- শিÿক প্রতিনিধি
৩। চায়না - সংরÿÿত মহিলা শিÿক প্রতিনিধি
৪। আব্দুল আজিম শেখ - সদস্য
৫। এস.কে সফিউলস্নাহ রহমানি - ঐ
৬। মোঃ বকুল মোল্যা - অভিভাবক সদস্য
৭। মোঃ সেলিম মোল্যা - ঐ
৮। মোঃ ফজলুল মোল্যা - ঐ
৯। মোঃ চান মিয়া ম্যোল্যা- ঐ
১০। মিনি বেগম- সংরÿÿত মহিলা অভিভাবক
১১। মোঃ নজরম্নল ইসলাম - কো-অপ্ট সদস্য।
১২। মোঃ শওকত আলী- সদস্য সচিব
পরীÿার সন | পরীÿার্থী সংখ্যা | পাশের সংখ্যা | পাশের হার | মমত্মব্য |
২০০৯ | ৫৩ | ৪৮ | ৯০.৫৬% |
|
২০১০ | ৬২ | ৬০ | ৯৬.৭৭% |
|
২০১১ | ৯৪ | ৭১ | ৭৫.৩৩% |
|
করপাড়া ইউনিয়ন দাখিল মাদ্রাসা, গোপালগঞ্জ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস