বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় গোপালগঞ্জ জেলার মাধ্যমিক সত্মরে নারী শিক্ষার অপ্রতিদ্বন্ধি একটি শিক্ষা প্রতিষ্ঠান। এটি গোপালগঞ্জ জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। এ বিদ্যলয়ের যাত্রা শুরু হয় ১৯৩০ সালে। তখন বেসরকারি বিদ্যালয় হিসাবে যাত্রা শুরু হয়। ১৯৭০ সালে বিদ্যালয়টি জাতীয়করণ করা হয়। উল্লেখ্য লোক মুখে শ্রুত যে, ১৯৬২ সালে গোপালগঞ্জে জনাব ওয়াহিদুজ্জামান তৎকালীন পাকিসত্মানের বানিজ্যমন্ত্রী হলে তিনি তাঁর মা আকরামুন্নেছার নামে বিদ্যলয়ের নাম পরিবর্তন করেন। কিন্তু পরবর্তীতে ১৯৭০ সালে জাতীয়করণের সময় বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গোপালগঞ্জ নামেই প্রতিষ্ঠিত হয়। |
১৯৩০ সালে বীণাপাণি বালিকা উচ্চ বিদ্যালয় নামে বিদ্যালয়টি শুরু হয় ১৯৬২ সালে গোপালগঞ্জে জনাব ওয়াহিদুজ্জামান তৎকালীন পাকিসত্মানের বানিজ্যমন্ত্রী হলে তিনি তাঁর মা আকরামুন্নেছার নামে বিদ্যলয়ের নাম পরিবর্তন করেন। কিন্তু পরবর্তীতে ১৯৭০ সালে জাতীয়করণের সময় বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গোপালগঞ্জ নামেই প্রতিষ্ঠিত হয়। |
শ্রেণি | শাখা | প্রভাতি | দিবা |
৬ষ্ঠ | ক | ৬২ | ৬২ |
খ | ৬২ | ৬০ | |
৭ম | ক | ৪৯ | ৬১ |
খ | ৬৬ | ৬১ | |
৮ম | ক | ৬০ | ৬৩ |
খ | ৫৯ | ৫৮ | |
৯ম | ক | ৮২ | ৬২ |
খ | ৫২ | ৫৩ | |
১০ম | ক | ৪১ | ৫৫ |
খ | ৩৮ | ৬৬ |
পরীক্ষার সন | মোট পরীক্ষার্থী | জি,পি,এ, অনুযায়ী উত্তীর্ণ সংখ্যা | মোট পাশ | পাশের হার | |||||
১-১.৯৪ | ২-২.৯৪ | ৩-৩.৪৪ | ৩.৫-৩.৯৪ | ৪-৪.৯৪ | ৫ | ||||
২০০৯ | ১৮৮ | - | - | ২৫ | ৩৪ | ৫৭ | ২৭ | ১৬২ | ৮৬.১% |
২০১০ | ২২১ | - | ২১ | ২৬ | ৫১ | ৭৬ | ২৯ | ২১৩ | ৯৬.৩% |
২০১১ | ২০২ | - | ০৯ | ১৮ | ২৩ | ৯০ | ৫২ | ১৯০ | ৯৪% |
*১৯৯৩ সালে সমাজ বিজ্ঞান বিভাগে মেয়েদের মধ্যে ৪র্থ এবং মেধা তালিকায় ৭ম স্থান।
*২০০৮ সালে মানবিক বিভাগে মেধা তালিকায় ৫ম স্থান
* ২০১০ সালে এসএসসি পরীক্ষায় এ জেলায় সর্বোচ্চ জিপিএ- ৫ প্রাপ্ত(৫২টি)
* ২০১০ সালে জেলা পর্যায়ে ব্যাটমিন্টনে চ্যাম্পিয়ান।
নৈতিক শিক্ষার ভিত্তিতে শিক্ষার পরিমানগত মান উন্নয়নের সাথেসাথে গুনগত মান উন্নয়ন। |
বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গোপালগঞ্জ।
ফোন নম্বরঃ ০২৬৬৮৫৫৬২
Email: binapanischool@yahoo.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস