১নং খালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়টি জালালাবাদ ইউনিয়নের খালিয়া গ্রামে অবস্থিত। বিদ্যালয়টিতে অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে পাঠদান হচ্ছে।
বিংশ শতাব্দীর শুরু কিংবা তার পূর্বে খালিয়া গ্রামের সাহাপাড়া সলগ্ন পূজা খোলার একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয়। পরবর্তীতে খালিয়া গ্রামের ধনাঢ্য ব্যক্তি বিদ্যোৎসাহী শ্রী তারকনাথ সাহা পিং- মৃত উমাচরন সাহা এ উদ্যোগে এবং জমি ও আর্থিক সহায়তায় খালিয়া ফ্রি প্রাইমারী স্কুল ১৯৩৮ খ্রি: স্থানান্তরিত হয়ে বর্তঅবস্থানে পুনঃ নির্মিত হয়।
ক্রঃনং | নাম | পদবী | সদস্য ক্যাটাগরী |
০১ | আলী আহম্মদ সমাজদার | সভাপতি | বিদ্যোৎসাহী (পুরুষ) |
০২ | মোঃ তারা মিয়া শেখ | সদস্য | অভিভাবক |
০৩ | শেখ নজরুল ইসলাম | সদস্য | অভিভাবক |
০৪ | নাছিমা বেগম | সদস্য | অভিভাবক |
০৫ | রাহিলা বেগম | সদস্য | অভিভাবক |
০৬ | পলি বেগম | সদস্য | বিদ্যোৎসাহী (মহিলা) |
০৭ | অরুন কুমার সাহা | সদস্য | জমিদাতা |
০৮ | মোঃ ওসমান গনি | সদস্য | নিকটতম মাধ্যমিক বিদ্রালয়ের প্রতিনিধি |
০৯ | মোঃ ইযামুল হক | সদস্য | ওয়ার্ড মেম্বার (পদাধিকার বলে) |
১০ | রুপাল আক্তার | সদস্য | সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি |
১১ | শেখ বাবুল হোসেন | সদস্য সচিব | প্রধান শিক্ষক পদাধিকার বলে |
ক্রঃনং | সন | পরীক্ষার্থীর সংখ্যা | পাশের সংখ্যা | পাশের হার | মন্তব্য |
০১ | ২০০৯ | ২৮ | ১৯ | ৬৭.৮৫% |
|
০২ | ২০১০ | ৩৯ | ২১ | ৫৩.৮৪% |
|
০৩ | ২০১১ | ৫৪ | ৫৪ | ১০০% | সাধারন বৃত্তি-১ জন |
০৪ | ২০১২ | ৩৪ | ৩৪ | ১০০% |
|
০৫ | ২০১৩ | ৪৫ | ৪৪ | ৯৭.৯৮% | সাধারন বৃত্তি-১ জন |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস