উচ্চ মাধ্যমিক শ্রেণীতে বিজ্ঞান , ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখায় পাঠদান করা হয়। বি,এ /বি,এস,এস / বি,বি,এস, (পাস) কোর্স এবং সমাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) কোর্স চালু আছে
গোপালগঞ্জ জেলা শহরের প্রাণকেন্দ্রে এক মনোরম পরিবেশে হাজী লালমিয়া সিটি কলেজটি অবস্থিত। ১৯৯৪ সালে কলেজটি প্রতিষ্ঠা করেন গোপালগঞ্জের কৃতি সন্তান স্বনামধন্য ব্যক্তিত্ব ও বিশিষ্ট বিদ্যানুরাগী জনাব শেখ সাইফুর রহমান। গোপালগঞ্জের সরকারী বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক উপাধ্যক্ষ জনাব এনামূল কবিরকে অধ্যক্ষ করে মাত্র দশ জন শিক্ষককে নিয়ে উচ্চ মাধ্যমিক কলেজ হিসেবে এর যাত্রা শুরু। তারপর হাঁটিহাঁটি পা পা করে কলেবর বৃদ্ধি পেয়ে আজ এখানে স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান) শ্রেণীসহ ঊনষাট জন শিক্ষক-কর্মচারী ও দুই হাজার ছাত্র-ছাত্রীর এক বিরাট কর্মযোগ্যে পরিণত হয়েছে। কলেজটির বর্তমান অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) জনাব সত্যেন্দ্র নাথ মন্ডল, উপাধ্যক্ষ কাজী জুলকার নাইন সুলতান আলম এবং উপাধ্যক্ষ (অনারারি) পলাশ কুমার বিশ্বাস। কলেজে বর্তমানে এগার জন সহকারী অধ্যাপক, পঁচিশ জন প্রভাষক কর্মরত আছেন। |
(একাদশ- ৭১১ জন, দ্বাদশ- ৬৪২ জন, ডিগ্রি ১ম- ১০৩ জন, ডিগ্রি ২য়- ১৮৬ জন, ডিগ্রি ৩য়- ৯৮ জন, অনার্স ১ম- ১৪৮ জন, অনার্স ২য়- ১২৯ জন, অনার্স ৩য়- ৪৬ জন, অনার্স ৪র্থ- ৩৪ জন।) |
সভাপতি ও জেলা প্রশাসক।
জনাব সাইফুর রহমান,
প্রতিষ্ঠাতা সদস্য।
জনাব শেখ হাফিজুর রহমান পলু মিয়া,
বিদ্যোৎসাহী সদস্য।
জনাব এ.টি.এম. শহীদুল আলম,
বিদ্যোৎসাহী সদস্য।
জনাব শেখ লুৎফার রহমান বাচ্চু
বিদ্যোৎসাহী সদস্য।
জনাব ইবনে ফজল সাইদুজ্জামান,
বিদ্যোৎসাহী সদস্য।
জনাব জীবেশ ঠাকুর,
অভিভাবক সদস্য।
জনাব আবুল বসার (তোতা)
অভিভাবক সদস্য।
জনাব মোঃ বুলবুল হাসান,
অভিভাবক সদস্য।
জনাব ডাঃ অনুপ কুমার মজুমদার
চিকিৎসক।
জনাব মোঃ হায়দার আলী,
শিক্ষক প্রতিনিধি।
জনাব শেখ ঈমান আলী
শিক্ষক প্রতিনিধি।
জনাব উৎপলেন্দু কীর্ত্তনীয়া,
শিক্ষক প্রতিনিধি।
জনাব সত্যেন্দ্রনাথ মন্ডল,
সদস্য সচিব,
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)।
২০০৯ সাল
পাস-৪২৫ জন।
পাসের হার-৯৩.৪০%।
২০১০ সাল
পাস-৪৯৩ জন।
পাসের হার-৯৬.৪৭%।
২০১১ সাল
পাস-৫৫৫ জন।
পাসের হার-৯৭.৭১%।
শত ভাগ নিশ্চিত করা
addakha_hajilalmia@yahoo.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস