এই প্রতিষ্ঠানটি গোপালগঞ্জ জেলা সদরের প্রাণ কেন্দ্রে অবস্থিত। ১৯৫০ সাল হতে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন দিক থেকে প্রতিষ্ঠানটি অনেক সুনাম অর্জন করছে এবং প্রতি বৎসর জেএসসি ও এসএসসিতে জেলার মধ্যে ভাল ফলাফল অর্জন করে আসছে। |
প্রাচীন গোপালগঞ্জের বিশিষ্ট কয়েক জনের কাছে প্রাপ্ত বিবরন অনুযায়ী জানা যায় যে, বিদ্যালয়টি ১৯৫০ সালে সীতানাথ বাবু প্রতিষ্ঠা করেছিলেন। বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্নে এর নাম ছিল এস.এন একাডেমী অর্থাৎ সীতানাথ একাডেমী। পরবর্তিতে মথুরানাথ মিশনস্কুল এর স্থলে কায়েদে আজম কলেজ প্রতিষ্ঠা কালে মিশনসুকলের মথুরানাথ বাবুর নামটি এ স্কুলের নামের সংগে যুক্ত হয়ে সীতানাথ মথুরানাথ উচ্চ বিদ্যালয় নাম করন করা হয় যার সংক্ষিপ্ত নাম এস.এম. মডেল সরকারি উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টি ১৯৭০ সালে জাতীয় করন করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই স্বনামধন্য বিদ্যালয়ে অধ্যয়ন করেছিলেন। |
শ্রেণী | প্রভাতী | দিবা | মোট |
৬ষ্ঠ | ১২০ | ১২০ | ২৪০ |
৭ম | ১২২ | ১২০ | ২৪২ |
৮ম | ১২০ | ১২০ | ২৪০ |
৯ম | ১২০ | ১৭০ | ২৯০ |
১০ম | ৬৫ | ১৭০ | ২৩৫ |
সভাপতি ঃ জেলা প্রশাসক, গোপালগঞ্জ । সদস্য ঃ অধ্যক্ষ, বঙ্গবন্ধু সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ, গোপালগঞ্জ। সদস্য ঃ সিভিল সার্জন, জেলা সদর হাসপাতাল, গোপালগঞ্জ । সদস্য ঃ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, গোপালগঞ্জ। সদস্য সচিবঃ প্রধান শিক্ষক, এস.এম. মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, গোপালগঞ্জ। |
সাল | জিপিএ- ৫.০০ | জিপিএ ৪.০০ ৪.৯৯ | জিপিএ- ৩.০০ -৩৯৯ | জিপিএ- ২.০০ -২.৯৯ | জিপিএ- ১.০০ - ১.৯৯ | কৃতর্কায | অকৃতকার্য | মোট পরীক্ষার্থী | পাসের হার |
২০১১ | ৪০ | ৬৫ | ১৩ | ০৪ | ০১ | ১২৩ | ০১ | ১২৪ | ৯৯.৯৯% |
২০১০ | ৪৫ | ৭৬ | ২৭ | ০২ | - | ১৫০ | ০৩ | ১৫৩ | ৯৮.০৪% |
২০০৯ | ৪৫ | ৭১ | ৩৭ | ০৪ | - | ১৫৭ | ০৭ | ১৬৪ | ৯৫.৭৩% |
গত ৩ বছরে এসএসসিতে জিপিএ ৫ পেয়েছে ১১০ জন । গত ২ বছরে জেএসসিতে জিপিএ ৫ পেয়েছে ৩৪ জন । ২০১১ সালে শেখ রাসেল স্মৃতি জুনিয়র ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হয়েছে। |
ভবিষ্যতে বিদ্যালয়টিকে বাংলাদেশের সেরা ১০টি বিদ্যালয়ের প্রর্যায়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে উন্নিত করা। |
ফোন নম্বর : ০২৬৬৮৫২৭৯, ০১৭১৮১৪১৮৬৬, E- mail: modelgovt@gmail.com |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস