বিদ্যালয়টি ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয়। ১৯৭২ সালের আগে এখানে বা গ্রামে কোন রে:জি প্রাথমীক বিদ্যালয় ছিল না। এখানকার বিশিষ্ট ব্যক্তি বর্গের অক্লান্ত পরিশ্রম এবং দাতা হরেন্দ্রনাথ বৈরাগী সাবির্ক প্রচেষ্টা ফ.ম.নূরুল ইসলামের মাধ্যমে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। তাহাদের মধ্যে কেহ জমি,কেহ টাকা এবং ঘর করার জন্য টিন ও কাঠ দান করে ।
আজ থেকে বহু আগের কথা ১৯৭২সালে যখন মানুষ শিক্ষা জিনিসাট কি কিছু মানুষ জানতোনা তখন এই গ্রামের এক যুবক প্রাইবেড হিসাবে কিছু ছাত্র-ছত্রীদের পড়ানো শুরু করল।তার কিছু দিন যাবার পড় ছাত্র-ছত্রীরা সারকে বলল একটা ঘর তোলা যাক। এভাবে কিছু দিন যাবার পড় অন্যান্য গ্রাম থেকে যেমনা-নিজড়া,পারকুল,দিঘলীয়া চার জন শিক্ষক টিনের ঘর দিয়া স্কুলটি পরিচালনা করে। করেক বছর যাবার পড় এটা এমপি ভুক্ত হয়। তার পর দুতালা ভবন হয়। এভাবে আবার পাশে এক তালা একটি ভবন স্থাপন হয়। বর্তমান আন্দারকোটা রে:জি থেকে আন্দারকোটা সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিনিত হয়েছে। এর পিছনে গ্রামের লোকদের অনেক অবদান রয়েছে।বিশেষ করে জমি দাতা,প্রতিষ্ঠাতা,অর্থ সহয়তাকারী এবং শিক্ষকবৃন্দু। স্কুলটি প্রথম স্থাপিত হয় ১৯৯৭ সালে,রেজি:হিসাবে স্থাপিত হয় ১৯৯৪ সাল্ এবং সরকারী হয় ২০১৪ সালে।
নাম | পদবী | মোবাইল নং |
ফ.ম.নুরুল ইসলাম | সভাপতি | ০১৭১৬৩০৫৮২১ |
মো : খলিলুর রহমান | প্রধান শিক্ষক |
|
নাসির সরদার | সহ-সভাপতি | ০১৭৭০৬৪১৫৮৮ |
মো : রনু উকিল | সদস্য |
|
বাবু জগদীশ চন্দ্র বিশ্বাস | শিক্ষা প্রতিনিধি |
|
এম.ইউনুস আলী | শিক্ষা প্রতিনিধি |
|
কাকলী খানম | মহিলা সদস্য |
|
উজ্জালা খানম | ছাত্র অবিভাবক |
|
নৃপেন বৈরাগী | দাতা সদস্য |
|
মিনা বেগম | মহিলা সদস্য |
|
করম আলী মৃধা | ইউপি সদস্য |
|
সন | মোট পরীক্ষার্থীর সংখ্যা | মোট পাশ |
২০১০ | ১৮জন | ১৪ জন |
২০১১ | ২০জন | ১৮ জন |
২০১২ | ১২ জন | ১২ জন |
২০১৩ | ২৩ জন | ২৩ জন |
২০১৪ | ১৯ জন | ১৯ জন |
ন | মোট পরীক্ষার্থীর সংখ্যা | মোট পাশ |
২০১০ | ১৮জন | ১৪ জন |
২০১১ | ২০জন | ১৮ জন |
২০১২ | ১২ জন | ১২ জন |
২০১৩ | ২৩ জন | ২৩ জন |
২০১৪ | ১৯ জন | ১৯ জন |
ক্রমিক নং | নাম | সাল | বৃ্ত্তি |
১ | কানিজ ফাতেমা | ২০০৯ | সাধারন বৃত্তি |
২ | অনুপ কুমার বিশ্বাস | ২০১০ | সাধারন বৃত্তি |
৩ | সুমী খানম | ২০১১ | সাধারন বৃত্তি |
৪ | নিরুপমা বিশ্বাস | ২০১৩ | সাধারন বৃত্তি |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস