Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

গোপালগঞ্জ ছালেহিয়া কামিল মাদ্রাসা

  • সংক্ষিপ্ত বর্ণনা
  • প্রতিষ্ঠাকাল
  • ইতিহাস
  • প্রধান শিক্ষক/ অধ্যক্ষ
  • অন্যান্য শিক্ষকদের তালিকা
  • ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক)
  • পাশের হার
  • বর্তমান পরিচালনা কমিটির তথ্য
  • বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল
  • শিক্ষাবৃত্ত তথ্যসমুহ
  • অর্জন
  • ভবিষৎ পরিকল্পনা
  • ফটোগ্যালারী
  • যোগাযোগ
  • মেধাবী ছাত্রবৃন্দ

সংক্ষিপ্ত বর্ণনা

জনাব আলহাজ্ব আবুল কাসেম সাং-বাঁশবাড়ীয়া ১৯৬৪ইং সালে গোপালগঞ্জের গন্যমান্য ব্যক্তিদের পরামর্শে এবং ছারছীনা দরবার শরীফের তৎকালীন পীর মরহুম আবু জাফর মোঃ সালেহ ছাহেব (রঃ) এর সহযোগিতা নিয়ে ধর্মীয় প্রচার ও প্রসার কল্পে একটি ফোরকানিয়া মক্তব প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাকালে যারা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তাদের মধ্যে অন্যতম হলোঃ মরহুম আব্দুস সাত্তার মোল্লা, মরহুম হেমায়েতউদ্দিন (বড় মিয়া), মরহুম সিদ্দিক হোসেন শিকদার, মরহুম আঃ আজিজ গাজী প্রমুখ।

 

    পরবর্তীতে স্থানীয় লোকদের সহযোগিতা নিয়ে  মাদরাসা  শিক্ষা বোর্ড থেকে পর্যায়ক্রমে দাখিল-১৯৬৫ইং,আলিম-১৯৬৫ইং, ফাযিল বি,এ-১৯৬৭ইং কামিল এম.এ.(ফিক্হ বিভাগ)১৯৯৮ইং সালে অনুমোদন লাভ করে এবং শিক্ষা কার্যক্রম চালু করা হয়। বর্তমানে মাদরাসার ফাযিল বি.এ ও কামিল এম.এ ফিক্হ বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয় অধিনস্ত।