এই এলাকার ছেলেমেয়েদের তখন নদীপার হয়ে ৪কি.মি.দুরে আড়পাড়া আর নয়তো ৪কি.মি. দুরে গোপালগঞ্জ লেখাপড়া করতে যেতে হত। এতে নানা বিধ অসুবিধা দেখা দিত। এক দিকে নদীপার অন্যদিকে শহরে জীবনের ঝুঁকিনিয়ে স্কুলে যেতে হত।তাই তখন অত্র ৭টিগ্রামের মুরব্বীগনকে একত্রিত করে উন্নত জীবনযাপনের জন্য ভবিষ্যৎ চিন্তাভাবনা করে, শিক্ষার কোন বিকল্প নেই, এই চিন্তা ধারা মাথায় রেখে ছেলে মেয়েদের মানুষের মত মানুষ করার জন্য প্রতিষ্ঠাতা জনাব শেখ আছাদুররহমান ১৯৯৬ সালের ১লা জানুয়ারী এইবিদ্যালয়টি প্রতিষ্ঠা করে।
বর্তমান কোন নিয়মিত কমিটি নেই।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস